নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের আস্থা ও অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার প্রথম সভা গতকাল সকাল ১০টায় রাজশাহী মহানগরীর প্রানকেন্দ্র ভূবনমোহন পার্ক সংলগ্ন রাজশাহী সিটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি, জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, অর্থ সম্পাদক রাজিব, দপ্তর সম্পাদক রায়হান ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক আফরোজা খান হেলেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আ.ন.ম মুক্তার হোসেন ও জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক সৌমেন্দ্রনাথ মন্ডল।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা মোহনপুর উপজেলা শাখার সভাপতি এম.এম মামুন, চারঘাট উপজেলা সভাপতি আতিকুর রহমান আসা, পুঠিয়া উপজেলা সভাপতি মেহেদী হাসান, বাগমারা উপজেলা সভাপতি আলতাফ হোসেন ও মোহনপুর উপজেলা শাখার অর্থ সম্পাদক মাজেদুর রহমান সবুজসহ অন্যান্য সদস্যগণ।
সভায় সদ্য নির্বাচন ও আগামীতে বিভাগীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। সেইসাথে জেলা কমিটির করণীয়, পিকনিক, কল্যাণ তহবিল, প্রতিটি সভায় সকল সদস্যর উপস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়। সেইসাথে সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য প্রধান অতিথি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।