নিজস্ব প্রতিবেদক: গত ৮ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয় রাজশাহীর গোদাগাড়ীতে। উপজেলার পিরিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বিএনপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে আব্দুস সালাম শাওয়াল তার নিজ বাড়ী থেকে জিয়া ফাউন্ডেশনের সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকারকে সঙ্গে নিয়ে প্রাইভেট কার যোগে সমাবেশে যাচ্ছিলেন। আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব নিজে প্রাইভেট কারের চালক ছিলেন। তিনি নিজেও আঘাত পান।
মঙ্গলবার আহত আব্দুস সালাম শাওয়ালকে তাঁর নিজ বাসভবনে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য রুকুনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনারুল সরকার ও গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা শাওয়াল এর শরীরের অবস্থার খোঁজ খবর নেন এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে দোষিদের শাস্তির দাবী জানান।