নিজস্ব প্রতিবেদক: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিভাগীয় সম্মেলন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও ড্যাব এর পতাকা উত্তোলন বং বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অতিথিবৃন্দ দিনের কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর হলরুমে শুরু হয় সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। স্বাগত বক্তব্য রাখেন ড্যাব, রাজশাহী মেডিকেল কলেজ আহ্বায়ক ডাক্তার মোফাখখারুল ইসলাম।
ড্যাব রাজশাহী জেলা সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার ফয়সল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব অধ্যাপক ডাক্তার আব্দুস সালাম ও ধন্যবাদ জ্ঞাপন করেন ড্যাব রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক সাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ এর সদস্য সচিব অধ্যাপক, ডাক্তার এ.কে.এম. গোলাম কিবরিয়া ডন। এছাড়াও ড্যাব এর বিভিন্ন জেলা এবং রাজশাহী জেলার নেতৃবৃন্দ এবং মেডিকেল কলেজের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ পনের বছর স্বৈরাচার সরকারের কারণে তারা কোন অনুষ্ঠান বা সম্মেলন করতে পারেননি। এমনকি যোগ্যতা থাকা সত্ত্বেও এই রাজশাহী মেডিকেল কলেজে এবং হাসপাতালে চাকরী করতে পারেননি। দেয়া হয়নি প্রমোশন। সর্বদা নির্যাতনের মধ্যে রাখতো বলে উল্লেখ করেন তাঁরা। তাঁরা আরো বলেন, এই পনের বছরে সংগঠন কিছুটা হলেও দুর্বল হয়েছে। একে সবল করে তুলতে হবে। নতুন নতুন ডাক্তারদের এর সঙ্গে যুক্ত করতে হবে।
বক্তারা আরো বলেন, পতিত সরকার দেশের যেমন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, তেমনি অতি গুরুত্বপূর্ন চিকিৎসাসেবা খাতকেও সমুলে ধ্বংস করে ফেলেছে। বিগত আওয়ামী ঘরানার কমিটির স্বৈরাচারী মনোভাব ও একরতরফা নিয়ন্ত্রনের কারনেই এমনটা হয়েছে বলে জানান তাঁরা। এছাড়াও মেডিকেল কলেজ সমুহে ভর্তি নিয়ে পতিত সরকারের চিকিৎসা সেক্টরের আজ্ঞাবহরা সীমাহীন দুর্নিতী করেছে। এতে করে বর্তমানে খ্যাতিমান ও ভালমানের ডাক্তার তৈরীতে অন্তরায় দেখা দিয়েছে বলে উল্লেখ করেন তাঁরা। এ অবস্থা থেকে কাটিয়ে উঠতে হলে এখন বিএনপি’র কোন বিকল্প নাই। তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠনে সহায়তা করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তাঁরা।