নিজস্ব প্রতিবেদক: পতিত সরকারের দোসররা দেশে ঘাপটি মেরে বসে আছে। তারা দেশে বসে থাকলেও আইনশৃংখলা বাহিনী তাদের আটক করতে পারছেনা। এ সুযোগে স্বৈরাচারের দোসররা আবারও দেশে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর ২১নং ওয়ার্ডে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিায়া থানা বিএনপি’র (পূর্ব) আয়োজেন শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথাগুলো বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার সকল প্রকার দ্রব্যমুল্যেও উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেনা। সেইসাথে প্রতিনিয়ত আইন শৃংখলার অবনতি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এ অবস্থা থেকে উত্তোরণের একটাই পথ হচ্ছে নির্বাচন। তিনি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এই সংকট নিরসনে অন্তরবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার পরামর্শ প্রদান করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি অসহায়দের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা বিএনপি (পশ্চিম) এর সদস্য সচিব বজলুজ্জামান মহনসহ অন্যান্য সদস্য ও অত্র ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।