নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন।
এ সময়ে তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে সব ধরনের প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে। তিনি বলেন, খেলাধুলা যেমন শরীর গঠনে সহায়তা করে, তেমনি মাদক ও সন্ত্রাস থেকে বিরত রাখে। এজন্য মোবাইল নয় খেলার মাঠে ফেরার জন্য যুব সমাজকে পরামর্শ দেন। সেইসাথে এই ধরনের আয়োজনে যে সকল শিক্ষকগণ সার্বিক সহযোগিতা ও পরিশ্রম করেছেন তাদের তিনি ধন্যবাদ জানান। বক্তব্য শেষে তিনি দুই পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে মেডেল তুলে দেন।
উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে তৃতীয় শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে ষষ্ঠ শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক শরীফুল ইসলাম, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আজিজ, ও দর্শন বিভাগের প্রভাষক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক এম.আর পারভেজ খানসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।