নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের আন্ধারকোঠা প্রাথমিক বিদ্যালয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।
সভায় মোতালেব রনির সভাপতিত্বে, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও বীজ ডিলার এসোসিয়েশন সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদল সদস্য সচিব আকুল হোসেন মিঠু, জেলা কৃষকদল যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু, সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক মুন্না,পবা কৃষকদল আহ্বায়ক শরিফুল ইসলাম, পবা কৃষকদল সদস্য সচিব আলমগীর হোসেন, বড়গাছি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক দুলাল হোসেন,পারিলা কৃষকদল সভাপতি নাহিদুল ইসলাম, নওহাটা কৃষকদল সদস্য সচিব মানিক খান, বাচ্চু, টুটুল ও দেলোয়ার। সভা পরিচালনা করেন ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জাফর আলী।