নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার সকালে রাজশাহীর বায়া সরকারি শিশু পরিবার মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক(যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক সাইদুর রহমান খান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া। এছাড়াও সমাজসেবা কার্যালয় রাজশাহীসহ বিভাগের প্রতিটি জেলার কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ড. হামিদুল ইসলাম। উল্লেখ্য বৃহস্পতিবার সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগের আটটি শিশু পরিবার সহ মোট ১০ টি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।