নিজস্ব প্রতিবেদক: রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতি স্টেডিয়াম সুপার মার্কেট এর আয়োজনে শুক্রবার দিনব্যাপি রাজশাহীর পদ্মাপাড়ে সীমান্ত অবকাশে বনভোজন অনুষ্ঠিত হয়। সেইসাথে সীমান্ত অবকাশ এর সম্মেলন কক্ষে আলোচা সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। একই সাথে র্যাফেল ড্র এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি এনায়েতুল্লাহ খাঁন সবুজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অত্র সমিতির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান শাহীন, আব্দুল বায়েস মনা ও সামসুজ্জামান মতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম হিটার, সাংগঠনিক সম্পাদক শাহান নাজমুস শাদাত, কোষাধ্যক্ষ(১) এ.বি সিদ্দিক বাক্কার, কোষাধ্যক্ষ(২) আব্দুল খালেক বিপ্লব, প্রচার সম্পাদক(১) এম মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক(২) আনোয়ারুল আরেফিন সোহেল দপ্তর সম্পাদক সাদাকাত আলী রাহীসহ অত্র সমিতির সকল সদস্যগণ।