নিজস্ব প্রতিবেদক: ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে বিভিন্ন ধরনের মাদক, সন্ত্রাস ও দেশবিরোধী কাজ থেকে বিরত রাখা সম্ভব। কারন যারা খেলাধুলার সাথে জড়িত থাকে একটি নিয়মের মধ্যে থাকে। এজন্য তারা অন্য কিছু ভাবার সময় পায়না।
ক্রীড়া যেমন নিয়মানুবর্তিতা শেখায়, তেমনি শরীর গঠনে এবং মননশীলতা বিকাশে সহায়তা করে বলে বোরবার রাতে পবা বসুয়া এলাকায় বসুয়া এলাকাবাসীর আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ৩১দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়ন করতে পারলে আর কোন প্রকার সংস্কারের প্রয়োজন পড়বে না। এজন্য অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশকে রক্ষা করার ব্যবস্থা করা কথা বলেন।
তিনি বলেন, এই সরকারের মেয়াদ যতই বাড়ছে ততই সংকট বেশী করে দেখা দিচ্ছে। এই সরকার আইনশৃংখলাসহ নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। এছাড়াও পতিত সরকারের দোসররা ভলপাল্টে তাদের বিভিন্ন দাবী নিয়ে রাস্তার নামছে। এতে করে সংস্কার কার্যক্রম ব্যহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের অবস্থা আরো সংকটাপন্ন হবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পবা থানা যুবদলের সদস্য ও ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান জিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, পবা থানা যুবদলের জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন পবা উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুল ওয়াহাব। এছাড়াও সভায় বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গ ও শুধিজন উপস্থিত ছিলেন।