নিজস্ব প্রতিবেদক: এবারে কোল্ড স্টোরেজ মালিকগণ কোল্ড স্টোরেজে আলু রাখার জন্য কেজি প্রতি আলুর ভাড়া দ্বিগুন বৃদ্ধি করেছে। এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেশ কিছুদিন থেকে আলু চাষী ও ব্যবসায়ীরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছে। এমনকি তারা রাস্তার আলু ফেলেও প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোন লাভ হয়নি। কোল্ড স্টোরেজ মালিকগণ তাদের নীতিতে অটল রয়েছেন।
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে রোববার রাত ৮টার দিকে পবা-মোহনপুরের আলু চাষী ও ব্যবসায়ীগণ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর সাথে তাঁর বিসিক কার্যালয়ে দেখা করেন। তারা সে সময়ে আলু ভাড়া কমানোর ব্যবস্থা করার জন্য মিলনের সহযোগিতা কামনা করেন।
বিএনপি নেতা মিলন তাদের উদ্দেশ্যে বলেন, কৃষকদের এক কেজি আলু উৎপাদন খরচ হচ্ছে ২২-২৪টাকা। কিন্তু বর্তমানে বাজারে এক কেজি আলু পাইকারী দরে বিক্রি হচ্ছে ১০-১১টাকা কেজি। একদিকে যেমন আলু চাষীরা লোকসানে পড়ছেন অন্যদিকে কোল্ড স্টোরেজে আলু রাখতে গিয়ে পড়ছেন বিড়ম্বনায়। তিনি বলেন, পবা-মোহনপুরের প্রায় কোল্ড স্টোরেজ মালিক পতিত সরকারের দোসর, তারা দেশে সর্বদা অস্থিতিশীল পরিস্থিত সৃষ্টি করে রাখার চেষ্টা করছে। কিন্তু এটা কোন ভাবেই সফল হতে দেয়া হবেনা বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, এই সমস্যা সমাধানে খুব অল্প সময়ের মধ্যে জেলা প্রশাসক, কোল্ড স্টোরেজ মালিক ও এর সঙ্গে যারা জড়িত তাদের সাথে বসা হবে। তারা যদি দাবী না মানে তাহলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তিনি।