নিজস্ব প্রতিবেদক: দখলবাজী, চাঁদাবাজী, দুর্নীতি ও সকল নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীবৃন্দ নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ডের মধ্যে গিয়ে সমাবেশ করেন। এরপর তারা পুনরায় সেখান থেকে মিছিল নিয়ে রেলগেটের দিকে চলে যান। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু।
উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম বিএনপি’র আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানার সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, যুবদল রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক এ এইচ এম শফিক মাহমুদ তন্ময়, যুবদলের সদস্য অপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ সহ দুই থানা বিএনপি’র বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের পরে রাজশাহীতে একশ্রেণির নেতৃবৃন্দ দখল ও চাঁদাবাজী শুরু করেছে। সেইসাথে বিভিন্ন অফিসে গিয়ে চাঁদাবাজী করছে। এ অবস্থা বিএনপি নেবেনা। তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে উল্লেখ করেন তারা।