নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহানপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আয়োজনে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, সাধারণ ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় মোহনপুরে অবস্থিত সিসিডিবি কার্যালয় মাঠ প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ. হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি কমিশনের ভাইস চেলারম্যান এডভিন বরুণ ব্যানার্জী, সিসিডিবি নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার, সিসিডিবির হেড সিপিআরপি জর্জ অসিত সিংহ, হেড এমএফপি মুহাম্মদ সোলায়মান সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন সিসিডিবি যোনাল কো-অর্ডিনেটর ঢাকা, আবু সাঈদ, মোহনপুর এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, তানোর ব্যবস্থাপক আব্দুল হাই আল হাদি, মোহনপুর এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, মোহনপুর শাখা ব্যবস্থাপক নরোত্তম কুমার পাল, সাবাইহাট শাখার হিসাব ব্যবস্থাপক রেশমা পারভীন ও রাজশাহী শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দীন মন্ডল। এছাড়ার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও সিসিডিবি মোহনপুর শাখাসহ অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দুই ক্যাটাগরীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শুভেচ্ছা বক্তব্যেও পরেই এস.এস.সি ও এইচ.এসসি মেধাতালিকায় জিপিএ-৫ প্রাপ্তদের হাতে চার হাজার ও পাঁচ হাজার টাকার চেক প্রতিজনের প্রদান করেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ। মোট বাষট্টি জন শিক্ষার্থীকে এই চেক প্রদান করা হয়। এরপর উচ্চ শিক্ষার জন্য মোট আট জন শিক্ষার্থীকে লেখাপড়া শেষ (অনার্স) পর্যন্ত প্রতিমাসে তিন হাজার করে টাকা প্রদান করা হবে বলে অত্র প্রতিষ্ঠান হতে জানানো হয়। সেইসাথে উপস্থিত আট জনের হাতে তিন হাজার টাকার চেক প্রদান করেন তারা। এই আটজনের হিসাব নম্বরে প্রতিমাসে চেক চলে যাবে বলে সিসিডিবি কর্তৃক ঘোষনা প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ তাদের অভিব্যক্তি প্রকাশ করতে যেয়ে সিসিডিবির প্রসংশা করেন। তারা বলেন, এই সংস্থা তাদের পাশে না দাঁড়ালে হয়তবা তাদের লেখাপড়া বন্ধ হয়ে যেত। যে টাকা এই সংস্থা হতে প্রদান করা হচ্ছে তারা অনেক কাজে লাগছে বলে উল্লেখ করেন তারা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষাবৃত্তি ও প্রণোদনা অনেকটাই কম। যে টুকু থাকে শিক্ষার্থী ও জনগণের নিকট পৌঁছানে প্রায় শেষ হয়ে যায়। এই আমলাতান্ত্রিক জটিলতায় এইগুলো হয়। তিনি বলেন, সিসিডিবি একটি ভাল উদ্যোগ গ্রহন করেছে। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান। আজকে এই প্রতিষ্ঠান থেকে যারা এই সহযোগিতা গ্রহন করছে তাদেও উদ্দেশ্যে প্রধান বলেন, লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে, দেশের এবং পরিবারের হাল ধরতে হবে। সেইসাথে অসহায় মানুষের পাশ দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।