নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিিট কর্পোরেশন এলাকায় পাবলিক টয়লেট বা গণশৌচাগারগুলোর প্রয়োজনীয় সংস্কার এবং এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা দ্রুত নিশ্চতি করতে তাগিদ দিয়েছেন রাজনৈতিক, গণমাধ্যম ও নাগরিক সংগঠনরে প্রতিনিধিরা। সেইসাথে নতুন শহরের বিভিন্ন স্থানে নতুন টয়লেট তৈরীরও দাবী জানানো হয়। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, রাজশাহীর আয়োজনে গোলটেবিল আলোচনা থেকে তারা এই দাবী তুলে ধরেন। বুধবার নগরীর চন্ডিপুর এলাকার একটি রেস্টুরেন্টে ‘রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় গণশৌচাগার সংস্কার এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা নগরীর পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা বিস্তিারিতভাবে তুলে ধরেন।
উপস্থিত অংশগ্রহনকারীরা জানান, নগরীর বিভন্নি গুরুত্বর্পূণ স্থানসমূহে গণশৌচাগার থাকলেও নেই কোন কার্যকর ব্যবস্থাপনা। যার ফলে প্রতিনিয়তই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে নারীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা আরো বলেন, শহরের কোথায় কোথায় পাবলিক টয়লেট আছে বাহিরে থেকে আগত জনগণ জানতে পারেনা। ফলে তারা অনেক মমস্যায় পড়েন। সমস্যা সমাধানের জন্য উপস্থিত সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে টয়লেটের তথ্য দিয়ে বিলবোর্ড কিংবা ফেস্টুন দেয়ার বিষয়ে তুলে ধরেন।
এদিকে সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান মহানগরীর কোর্ট ঢালুর মোড়, কাঁঠাল বাড়িয়া, ১১নং ওয়ার্ড ও সিটিহাট এলাকায় পাবিলিক টয়লেট নুতন ভাবে করা হচ্ছে। এর কাজ প্রায় আশি শতাংশ শেষ হয়েছে। দ্রুত কাজ শেষ করে জনগনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। উপস্থিত অংশগ্রহনকারীরা সোনাদিঘীর মোড়, লক্ষ্মীপুর মোড়সহ গুরুত্বপুর্ণস্থানে নতুনভাবে পাবলিক টয়লেট করার দাবী জানান। সেইসাথে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেন। পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। এছাড়াও ইজারা মূল্য কম এবং ব্যবহার মূল্য কম করারও কথা ওঠে সভায়।
যুক্তরাজ্যের এফসডিওি-এর আর্থিক সহযোগতিায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বি-স্পেস প্রকল্পের পৃষ্ঠপোষকতায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এর সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, এমএএফ এর ভাইস প্রসিডেন্ট সাবেক সংসদ সদস্য জাহান পান্না, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মাস্টার ট্রেইনার ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সিটি কপোরেশনের প্ল্যানার বনি আহসান ও রাজশাহী উন্নয়ন র্কতৃপক্ষ (আরডএি) এর প্রতিনিধি সাংবাদিক মঈন উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টি রাজশাহী মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী জোহা, জাতীয় পার্টি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক শাহীন আলী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার ও প্রোগ্রাম অফিসার আশেক তানভীর অনিকসহ মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ, সুশীল সমাজেরর প্রতিনিধি, বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।