নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম ও নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা সমাজসেবা সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক সাইদুর রহমান খান। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম একটি নারী বান্ধব ও সার্থক কার্যক্রম। এ কার্যক্রম নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে চলছে। দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এ কর্মসূচী অত্যন্ত প্রাসঙ্গিক। পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকারা অনেকেই জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। যা এ কর্মসূচীর সফলতার চিত্র এবং নারী নেতৃত্ব বিকাশের বহিঃপ্রকাশ।
তিনি আরো বলেন, নারীরা পুর্বেও তুলনায় অনেক অগ্রসর হয়েছে। তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। নারীরা সমাজ ও দেশ গঠনে সহযোগিতা করলেও এখনো নারীদের অবহেলা করা হচ্ছে। এমনকি বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরাও অনেক ক্ষেত্রে নারীদের তথা কন্যা শিশুদের অবহেলার চোখে দেখেন। এটা ঠিক নয়। তিনি বলেন, দেশের ও পরিবারের উন্নয়ন এবং সন্তানদেও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে পরিবারে নারী তথা স্ত্রীকে সম্মান দিতে হবে। তাঁর প্রতি কোনভাবে নির্যাতন করা যাবেনা।
প্রধান অতিথি বলেন, পুরুষের থেকে নারীরা অনেক বেশী কাজ করেন। কিন্তু পরিবারের তাদের পারিশ্রমিক না থাকায় এটা বোঝা যায় না। এখন একটি কাজের মেয়ে রাখতে হলে অনেক টাকা দিতে হয়। সেদিক থেকে চিন্তা করলে একজন নারী পরিবারে কি পরিমান শ্রম দেন এবং কি মজুরী তিনি পান তার হিসাব করার জন্য স্বামীদের বলেন তিনি। আমরা সকলে নারীর প্রগতি ও ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করি। পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের সফল বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ হোক আজকের অঙ্গীকার বলে তিনি বক্তব্য শেষ করেন। এদিকে উপস্থিত অন্যান্য অংগ্রহানকারীগণ নারী উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে অবশ্যই তাদের অথনৈতিকভাবে ক্ষমতায়ত করার প্রতি তাগিদ দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমি ঢাকার অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ। আরোও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবার পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিলা খাতুন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুনসহ বিভিন্ন জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসারগণ, বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংকাদিকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সমাজসেবা একাডেমির উপধ্যক্ষ আবুল ফজল মোহাম্মদ আন উল্লাহ।