বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালিত রাজশাহীতে ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মান্নান, খোকন হাসেন আলী পরিষদের পরিচিতি সভা জিসাস’র প্রতিষ্ঠাতা আবুল হাশেম রানার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ষোল বছর পর চালু হলো পবার দামকুড়া পশুহাট গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ অব্যাহত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি রাজশাহী সরকারি সিটি ও রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহীর মোহনা পেলেন অদম্য নারী পুরস্কার

  • প্রকাশ সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছেন রাজশাহীর দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। তিনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পুরস্কার তুলে দেন। মোহনা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দিনের আলো হিজড়া সংঘে তিনি কাজ করছেন ২০০২ সাল থেকে। তবে ২০১০ সালে সংগঠনের কার্যক্রমে গতি পায়।

হিজড়াদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এ সংগঠনের লক্ষ্য। হিজড়া মোহনা রাজশাহী নগরের ছোটবনগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। তিনি এলাকার লোকজনের কাছ থেকে নিজেকে লুকিয়েই রেখেছিলেন জীবনের বড় একটা সময়। ২০১৫ সালের দিকে তিনি চুল বড় করেন। শাড়ি-চুড়িও পরা শুরু করেন। তখন এলাকার অনেকেই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। হাজারও প্রতিকূলতা স্বত্ত্বেও মোহনা পরিবার থেকে বিচ্ছিন্ন হননি।

এ বছর রাজশাহীর হিজড়া মোহনা ছাড়াও আরও চার নারী অদম্য নারী পুরস্কার পান। এছাড়া বিশেষ বিবেচনায় পুরস্কার পায় নারী ক্রিকেট দল। পুরস্কার হিসেবে ছিল ১ লাখ টাকা এবং সনদ। অনুষ্ঠানে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

পুরস্কার নিয়ে শনিবার সন্ধ্যায় ট্রেনে রাজশাহী ফিরেছেন মোহনা। মোবাইল তিনি বলেন, ‘নানা প্রতিকূলতার মাঝেও আমি আমার জনগোষ্ঠীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাকে আরও বেশি উৎসাহ দেবে। তিনি বলেন, হিজড়া জনগণের জীবনমান উন্নয়নের তিনি আজীবন কাজ করে যাবেন। আর এই পুরস্কার আরও ভাল কাজ করার তাগিদ দেবে বলে উল্লেখ করেন তিনি।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin