নিজস্ব প্রতিবেদক: এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স এর নাম পরিবর্তন এবং ফ্যাসিবাদী দোসরদের নিয়ে প্রহসনের নীল নকশার নির্বাচন বাতিলের দাবীতে রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্স এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরীক এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব ও রাজশাহী টেনিস কমপ্লেক্স এর সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ভূঁইয়া, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান জন ও বসির উদ্দিন গনি, যুগ্ম আহ্বায়ক নাজমুস সাবিক নাইম, ক্রীড়া সংগঠক সোহাগ আলী ও মানিক, ফুটবল খেলোয়ার রকি ও মুন্না, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আমিনুল হক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হাসান কোকো সহ অন্যান্য ক্রীড়া সংগঠক খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, পতিত সরকারের আমলের কেউ এই টেনিস কমপ্লেক্সে থাকতে পারবেনা। কারন তাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত। তিনি বলেন, পতিত সরকারের আমলের অবৈধ কমিটিকে ভেঙ্গে দিয়ে প্রসাশকের মাধ্যমে এটা পরিচালিত হতো। কিন্তু ঐ বাতিল কমিটির সদস্যরা কিভাবে নির্বাচন করার জন্য নির্বাচনী তপশিল ঘোষনা করে। শুধু তাইনয় অনেক আওয়ামীলীগের দোসরা ফরম পুরণ করে জমাও দিয়েছে। এই নির্বাচন কোনভাবেই হতে দেয়া হবেনা বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, পতিত সরকারের আমলে সব থেকে সুনামধন্য ব্যক্তি, বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও রাজশাহীর কৃতি সন্তান জাফর ইমাম এর নামে এই টেনিস কমপ্লেক্স নামকরণ করা ছিলো। কিন্তু পতিত সরকারের দোসররা অচেনা এক ব্যক্তির নামে টেনিস কমপ্লেক্স এর নামকরণ করেছিলো। দ্রুত সময়ে মধ্যে ঐ নাম পরিবর্তন করে জাফর ইমাম নাম পুনর্বহাল করার দাবী জানান। সেইসাথে নির্বাচন বাতিল করারও দাবী জানান তিনি। আর দাবী না মানলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।