নিজস্ব প্রতিবেদক: রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতি স্টেডিয়াম সুপার মার্কেট এর আয়োজনে মঙ্গলবার নগরীর শালবাগানস্থ পার্টি পয়েন্টে ইফতার ও দোয়া মাহফিল হয়। রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি এনায়েতুল্লাহ খাঁন সবুজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অত্র সমিতির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান শাহীন, আব্দুল বায়েস মনা ও সামসুজ্জামান মতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম হিটার, সাংগঠনিক সম্পাদক শাহান নাজমুস শাদাত, কোষাধ্যক্ষ(১) এ.বি সিদ্দিক বাক্কার, কোষাধ্যক্ষ(২) আব্দুল খালেক বিপ্লব, প্রচার সম্পাদক(১) এম মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক(২) আনোয়ারুল আরেফিন সোহেল দপ্তর সম্পাদক সাদাকাত আলী রাহীসহ অত্র সমিতির সকল সদস্যগণ।
উপস্থিত নেতবৃন্দ বলেন, তারা মাত্র তিন নিয়ে এই সমিতি গঠণ করেছিলেন। কিন্তু আজ এর পরিধি অনেক। এই সমিতিকে টিকিয়ে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা। সেইসাথে একসাথে মিলেমিশে ব্যবসা করার অঙ্গিকার করেন নেতৃবৃন্দ। এরপর তালাইমারী মাদ্রাসার অধ্যক্ষ গোলাম কিবরিয়া নূরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এর পূর্বে তিনি রোজার ফজিলত এবং সুস্থ্য অবস্থায় একজন মুসলমান রোজা ছেড়ে দিলে এবং নামাজ আদায় না করলে কি হবে বিষয়ে আলোকপাত করেন। শেষে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি, অসুস্থ ব্যক্তিদের সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।