নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের শিকার মাগুরার শিশু কন্যা আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর। শুক্রবার বিকেল ৩টায় নগরীর জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী এই মানববন্ধন থেকে বক্তারা বলেন, মাগুরায় ৮ বছরের শিশু কন্যা আছিয়াকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
তারা বলেন, এমন শাস্তি দিতে হবে তা দেখে,যেন কেউ আর কোন শিশু ধর্ষণ নারী ধর্ষণ করার সাহস না পায়। বর্তমানে দেশের আইনের শাসন নেই। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ ভেঙে পড়বে বলে উল্লেখ করেন তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক মেহেদী হাসান তুলিফ, সদস্য সচিব বুলবুল ইসলাম সুইট, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শ্যামল, তারেক রাজশাহী মহানগর জিয়া পরিষদ বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আহ্বায়ক জনি, তারেক জিয়া পরিষদের আহ্বায়ক জি. এম. আনসারী সোহেল, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তানভির ইসলাম সম্রাট, তারেক জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামসহ আরো অনেকে।