নিজস্ব প্রতিবেদক: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বেসসকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে রাজশাহী পবা উপজেলার দামকুড়া হাট এলাকায় মাসাউস ট্রেনিং রুমে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাসাউস নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা।
এএলআরডি এর সহযোগিতার সভায় উপস্থিত ছিলেন, সিএমইএস এর ইউনিট ইনচার্জ ইসমতারা নয়ন, দামকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা, সমাজকর্মী ইফাতারা নার্সিস এবং মাসাউসের কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামসহ অত্র সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ ও এলাকার জনগণ।
দিবসটি উপলক্ষে শুরুতে র্যালি বের করে দামকুড়া হাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অত্র হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী অধিকার নিয়ে আলোচনা করা হয়। সভার সভাপতি বলেন, নারীরা প্রতিনিয়ত অবহেলা ও নানা ধরনের বৈষম্যের স্বীকার হচ্ছে। বিশেষ করে আদিবাসী নারীরা মজুরীতে বৈষম্যের স্বীকার হচ্ছে। শুধু তাই নয় পারিবারিক ও সামাজিকভাবেও বৈষম্যের স্বীকার হচ্ছে। তিনি বলেন, দেশব্যাপি নারী ও শিশু ধর্ষনের মাত্রা অতিরিক্ত রেড়ে গেছে। এর মূল কারণ হচ্ছে পর্ণোগ্রাফী। স্মার্ট ফোন হাতে থাকায় অতি সহজে এই সাইডে ছেলে মেয়ে, ও বৃদ্ধা প্রবেশ করছে।
তিনি আরো বলেন, এ থেকে তারা নোংড়ামীর দিকে ঝুকে পড়ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে পর্ণোসাইড বন্ধ করে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে ধর্ষকদের প্রকাশে মৃত্যুদন্ড প্রদান করার দাবী জানান এই নারী নেত্রী। তিনি আরো বলেন, আদিবাসী নারীরা প্রতিনিয়ত বৈষম্যের স্বীকার হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণ হতে হলে নারীদের অর্থনৈতিক ভাবে ক্ষমতায়িত করতে হবে। নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে নির্যাতনের হারও কমে আসবে বলে উল্লেখ করেন তিনি।