নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের উপদেষ্টা পরিষদ, নিয়োগকর্তা কমিটি, উদ্যোক্তা উন্নয়ন কমিটি ও ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির মিটিং ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে রানীবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী সারওয়ার জাহান। কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য ও রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন। এসময় বক্তারা ইউসেপের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের অর্জনগুলো সাবলীলভাবে তুলে ধরেন। শেষে কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ ইউসেপ কার্যক্রমে মনোসামাজিক কাউন্সিলিং, শিশু সুরক্ষা ও সেফগার্ডিং বিষয়ক সচেতনতা, রাজশাহীতে নতুন শিল্প-কারখানা স্থাপনের সম্ভাবনা ও অংশীদ্বারিত্বের সূযোগ সংক্রান্ত এবং ইউসেপ রাজশাহী অঞ্চলের ২০২৪ সালের অর্জন ও ২০২৫ সালের কর্ম পরিকল্পনা আরো বেগবান করার বিষয় সুবিন্যস্তভাবে আলোচনা করেন ও উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের সুনির্দিষ্টভাবে মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ কমিটি, নিয়োগকর্তা কমিটি, উদ্যোক্তা উন্নয়ন কমিটি ও ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউসেপ রাজশাহী অঞ্চলের হেড অব টিভিইটি খানুজ্জামান, ডিসেন্ট এম্পøয়মেন্ট এর টীম লিডার খোন্দকার ফরিদ আহম্মেদ, সোশ্যাল ইনক্লুশন-এর টীম লিডার মোঃ হারুন-অর-রশিদ, এফএ সিনিয়র অফিসার জাহাঙ্গীর কবির, হেড অব টেকনিক্যাল সহ ইউসেপ রাজশাহীর বিভিন্ন স্তারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
পরিশেষে, কমিটির চেয়ারপারসন ইউসেপ বাংলাদেশের কার্যক্রমে, চাকুরি মেলা ও উদ্যোক্তা উন্নয়ন মেলা, সদস্যদের কে যাকাত প্রদানে সহায়তকরণ ও প্রতিবন্ধী, মেয়ে, আদিবাসী, ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা করা যায় এ বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্র্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।