নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পরে সবাই ভালো হয়ে গেছে।
এখন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাথে সকল ধরনের আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ভালো ব্যবহার করছে। কিন্তু অতিতটা ছিলো অত্যন্ত খারাপ। তারা ইফতার পর্য়ন্ত করতে দেয়নি। আর এখন পাহারা দেয়। এটা সারাজীবন মনে রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, পতিত সরকারের প্রধান খুনি হাসিনা পালিয়ে যাওয়াও পরেও বাংলাদেশকে নিয়ে গভীর সড়যন্ত্র করছে। পালিয়ে যাওয়ার পূর্বে হাজার হাজার ছাত্র-জনতার রক্ত খেয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। তিনি বলেন বাংলাদেশের মানুষ এখণনঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। দেশের মঙ্গলার্থে দ্রুত সময়ের মধ্যে জাথীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কেশরহাট পৌর বিএনপি’র আয়োজনে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু। কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ। এছাড়াও জেলা, মোহনপুর ও কেশরহাট পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।