নিজস্ব প্রতিবেদক: ট্রাক মালিক সমিতির (প্রস্তাবিত) আহ্বায়ক আল-আমিন সরকার টিটুর উপর হামলার প্রতিবাদে এবং দৃস্টান্ত মূলক শান্তির দাবিতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক গণ। ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলাকারী ও ফ্যাসিবাদের দোসর, অর্থের যোগান দাতা, ট্রাক মালিক সমিতির দখলদার সভাপতি, আওয়ামী লীগ নেতা আবুল কালাম বোয়ালিয়া থানায় গ্রেফতারকৃত অবস্থায় তার গুন্ডা বাহিনী কর্তৃক আল-আমিন সরকার টিটুর উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ট্রাক মালিক সমিতির (প্রস্তাবিত) আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, সদস্য সচিব আব্দুর রউফ দিলিপ, সদস্য আজিজুল হক, হেলাল হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রউফ, মিঠু, টার্জান আলী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, চন্দ্রিমা থানা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ আমিন অনিকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির অন্যান্য সদস্যগণ।
আহ্বায়ক টিটু বলেন, পতিত সরকারের দোসররা এখনো সক্রিয় রয়েছে। এই দোসরদের মধ্যে একজন হচ্ছে ৫ আগস্টে ছাত্র জনতার উপর হামলাকারী ও ফ্যাসিবাদের দোসর, অর্থের যোগান দাতা, ট্রাক মালিক সমিতির দখলদার সভাপতি, আওয়ামী লীগ নেতা আবুল কালাম একজন। তিনি ছাত্র-জনতার হত্যার একজন আসামী। এই আসামীকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করলে বিষয়টি জানতে থানায় গেলে পুলিশ আবুল কালামকে কোর্টে নিয়ে যাওয়ার সময় তার উপরে হামলা করে। তিনি এই হামলার জন্য আবুল কালাম এর কঠোর শাস্তির দাবী জানান তিনি।