নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পনের বছল পরে এবারে আনন্দঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের জনগণ শারদীয় দূর্গাপুজা উদযাপন করছে। আর এই পূজা উদযাপনে সরকারের পাশাপাশি বিএনপি সার্বিক সহযোগিতা করে আসছে। রাজশাহীতে আগে থেকেই সকল ধর্মের মানুষের স্বঅবস্থান রয়েছে। এটা সারাজীবন থাকবে বলে বুধবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময়ের সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।
মিনু আরো বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। ১৯৭১ সালে সকল ধর্মের মানুষ যুদ্ধ করে বাংলাদেশবেক স্বাধীন করেছে। স্বাধীনতার মূলমন্ত্র ছিলো ঐর্ক, শান্তি, শৃংখলা ও স্বাধীনভাবে বেঁচে থাকার। সেইসাথে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালণ করা। সে থেকে সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করলেও বিগত পতিত সরকারের আমলে দেশের কোন মানুষই নিজ নিজ ধর্ম ভালভাবে পালন করতে পারেনি। কিন্তু এবার এর ভিন্নতা দেখা যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করছেন। বিএনপি যতদিন দেশ সেবা করবে ততদিন পর্যন্ত সকল ধর্মেও মানুষ নিরাপদ বলে উল্লেখ করেন তিনি। পুজা উদযাপনে বিএনপি’র পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে উল্লেখ করে সনাতন ধর্মের সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে নগরের কাজিহাটা এলাকার কালি মন্দির, হরিজন পল্লীর পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি, হিন্দু ধর্মালম্বীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আসলাম সরকার, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, হরিজন পল্লীর শিব মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ হেলা, সাধারণ সম্পাদক সানু লাল হেলাসহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।