নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিভিন্ন পূজার মন্ডপ পরিদর্শন করেন। সেইসাথে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করেন। পরিদর্শন শেষে নেতাকর্মীরা সংখ্যালঘুদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং যেকোনো ধরনের সহযোগিতার জন্য তাদের সাথে যোগাযোগ করার কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা নাজমুল হোসেন কাজল, দামকুড়া ইউনিয়নের সাবেক সভাপতি সোনারুল ইসলাম, দামকুড়া বিএনপির বর্তমান সভাপতি জিয়ারুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক নাঈম, রাজশাহী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম, হরিপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জিয়াউর রহমান জিয়া ও হরিপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মুরাদসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।