নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগরের আয়োজনে মতিহার থানা শাখার কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসাসের আহ্বায়ক এডভোকেট রজব আলী। সভাপতিত্ব করেন মতিহার থানা জাসাস নেতা আল আমিন (মিলন)।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা।
সম্মেলনে উপস্থিত ছিলেন জাসাস নেতা সোহেল রানা জীবন, জেবুন্নেসা খানম, হাসান, বৃষ্টি, ইকবাল হোসেন, তরিকুল ইসলাম কনক, বশির উদ্দিন মনি, উজ্জল, মালেক, সালাম জীবন, রনি মিঠু, জিনারুল ইসলাম, সাঈদ আহম্মেদ মিলন, বাবু, পিয়াল, বাদশা সবুজ, মিম, লালচাঁদ, রোহান, এনামুল হক পুতুল ও শরিফুল আক্কাস।
বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। সম্মেলন শেষে নতুন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।