বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা পবার পারিলায় বিএনপি নেতা রায়হানের ৩১দফা লিফলেট বিতরণ রাজশাহীতে কারিতাস’র জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন রাজশাহীতে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা রাজশাহীতে নিজ জমি রক্ষায় ভূক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন পবার সরকার হিমাগারে আটকিয়ে তিনজনকে নির্যাতনের দায়ে আটক তিন বাপা পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সম্পাদক ইউসুফ চৌধুরী রাবিতে নবীন শিক্ষকদের নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের বেজ ঢালাই কাজের উদ্ভোধন রাজশাহীতে ইউসেপ’র বিশ্ব শোভন কর্ম দিবস-২০২৫ উদযাপন

রাজশাহীতে দেলওয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দেলওয়ার হোসেন স্মৃতি ১১নং ওয়ার্ড পা গোলি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার ১-০গোলে ফ্রেন্ড ফরএভার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জস্থ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ মাঠে বিকেল ৪টায় দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চল্লিশ মিনিটের খেলা অমিমাংশিত হলে পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকো রাজশাহীর নির্বাহী পরিচালক( প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ও দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সভাপতি সারওয়ার হোসেন খোকন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত ও অত্র সংঘের উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রফেসর জসিম উদ্দিন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক হাসিবুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গুলজার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ডিকেন। এছাড়াও রাসিক সাবেক কাউন্সিলর, অত্র সংঘের অন্যান্য সদস্য, সমাজসেবক ও শুধিজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাসী কর্মকান্ড ও দেশ বিরোধী কাজ থেকে বিরত রাখে। শুধু তাইনয় সামাজিক বন্ধন থেকে শুরু করে মোবাইলে বুদ হওয়া থেকে দূরে রাখে। তিনি আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার আহ্বান জানান। শেষে তিনি বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেইসাথে খেলোয়ার, ম্যানেজার, ম্যান অব টুর্নামেন্ট ও ও ম্যান অব দ্যা ম্যাচ এবং খেলা পরিচালানকারীদের মধ্যে ক্রেষ্ট ও উভয় দলের খেলোয়ারদের মধ্যে মেডেল প্রদান করা হয়। উল্লেখ্য অত্র মাঠে গত ১৯ সেপ্টেম্বর এই খেলা উদ্বোধন করা হয়। খেলায় মোট বত্রিশটি দল অংশগ্রহন করে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin