নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার বিরস্তইলে দুইদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নওহাটা পৌরসভা কৃষক দল ১-০ গোলে আবদুল্লাহ বাইক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার বিকেলে বিরস্তইল এলাকাবাসী ও যুব সংগঠনের আয়োজনে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপি সাবেক যুগ্ম-সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর আলী মাস্টার, সহকারী শিক্ষক গোফুর মাস্টার, বড়গাছী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য গোলাম মোস্তফা, ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য রফিকুল ইসলাম বাবু, ৯নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী (সোনা), পবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পারিলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাহিদ হাসান, বড়গাছী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বড়গাছী ইউনিয়ন কৃষক দলের পরিবেশ সম্পাদক মাজদার আলী, ৮নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি শফিকুল ইসলাম দুরুল। এছাড়াও বিরস্তইল এলাকাবাসী ও যুব সংগঠনের অন্যান্য সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও প্রধান বক্তা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশের এক সময়ের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। কিন্তু পৃষ্ঠোপোষকতা ও ভালমত নার্সিং না করার কারনে এই খেলাটি অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে। ফুটবল খেলাকে আবারও জনপ্রিয় করে তুলতে হবে। এ জন্য গ্রাম বাংলার পথে, ঘাটে, মাঠে ফুটবল খেলার আয়োজন করতে হবে। সেখান থেকে ভাল খেলোয়ারদের ভাল ভাল ক্লাবে খেলার সুযোগ করে দিতে হবে বলে উল্লেখ করেন তাঁরা।
তাঁরা আরো বলেন, ফুটবল খেলায় বর্তমানে প্রমিলা ফুটবলাররা অনেক এগিয়ে গেছে। তারা বাহিরের দেশে খেলে চ্যাম্পিয়ন হয়ে দেশের সুনাম বয়ে আনছে। এই ধারা অব্যাহত রাখতে হলে প্রমিলা ফুটবলারদের ভালভাবে নার্সিং এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সেইসাথে পুরুষ ফুটবল কেন পিছিয়ে পড়ছে তা খতিয়ে দেখে ব্যাবস্থা নেয়ার আহ্বান জানান তাঁরা। বক্তব্য শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
‘