নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত বোয়ালিয়া থানা পূর্ব বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ইন্তেকাল করেছেন(ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি দুই কন্যা, স্ত্রী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি কিছুদিন পূর্বে রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টায় ইন্তেকাল করেন। আজ রোববার টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। কখন জানাযা অনুষ্ঠিত হবে সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত না হওয়ার সময় উল্লেখ করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিৎ করেন বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।