নিজস্ব প্রতিবেদক: “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস রাজশাহী অঞ্চল আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়। অনুষ্ঠানে মহিষবাথান ড্রপ-ইন সেন্টারে উপস্থিত ছিলেন রাজপাড়া থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর দায়িত্বপ্রাপ্ত এসআই নিপা আক্তার, রাসিক ৫ নং ওয়ার্ড সচিব আবু সালেহ উমাইয়া (সেলিম) এবং পদ্মা ড্রপ-ইন সেন্টারে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর এএসআই ইয়াসমিন আরা ও পদ্মা শিশু সুরক্ষা কমিটির সভাপতি আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে দিবসের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচকগণ বলেন, কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে এবং সমাজে নারীদের বৈষম্য দূর করতে এই দিবসটি পালনের মাধ্যমে কন্যা শিশুদের বঞ্চনা ও শোষন থেকে রক্ষা করা ও সমাজে তাদের সম্মান, মর্যদা, অধিকার প্রতিষ্ঠার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তোমরা কন্যাশিশু তোমাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে হবে, জীবনে যত সমস্যা বা বাঁধাই আসুক না কেনো দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে সকল পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং মোকাবেলা করতে হবে উল্লেখ করেন তারা।
তারা আরো বলেন, নিজেদের জীবনে যেকোন ধরণের অন্যায় ও নির্যাতনই আসুক না কেনো তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মেয়ে শিশুদের পক্ষ থেকে হড়গ্রাম পূর্বপাড়ার শিশু লিডার মাইশা খাতুন বলেন, ‘‘আমরা মেয়ে শিশুরা পরিবার ও সমাজে বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেমন- অবহেলা, বৈষম্য, শারীরিক ও মানসিক নির্যাতন, অযত্ন, নিরাপত্তাহীনতা ও বাল্যবিবাহ। আমরা চাই ভালো থাকতে, নিরাপদ ও আনন্দে থাকতে। আমরাও লেখাপড়া করে অনেক বড় হতে চাই, সমাজ ও দেশের সেবা করতে চাই।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা ছড়া, কবিতা, নাচ, গানের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। দুইটি ড্রপ-ইন সেন্টারে দিবস উদযাপন অনুষ্ঠানে জন ৭৬ জন মেয়ে শিশু ও ৪ জন অভিভাবক, ৫ জন কমিউনিটি ভিজিল্যান্স কমিটির সদস্য, ২ জন শিশু সুরক্ষা কমিটির সদস্য এবং আলোকি শিশু প্রকল্পের স্টাফগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ।