নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ইউপি সদস্য মুঞ্জুর রহমান। তিনি সোমবার ইউপি সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে নির্বাচিত হন। ১২জন ইউপি সদস্যর তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে মোট তিনজন প্রতিদন্দিতা করেন। প্যানেল চেয়ারম্যান-১, প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩। এর মধ্যে ৯ টি ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন মুঞ্জুর রহমান। তার প্রতিদন্দি জামায়াত সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৩টি ভোট। আর রাপালী পারভীন কোন ভোট না পেয়েই প্যানেল চেয়্যারম্যান-৩নির্বাচিত হন। এ নিয়ে একটি রেজুলেশনও হয়েছে। এখন শুধু দায়িত্ব গ্রহনের পালা।
এ নিয়ে মুঞ্জুর রহমান বলেন, ইউপি সদস্যরা তাকে অত্যন্ত ভালবাসে। এটা সেই ভালবাসার ফল। তিনি ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ দীর্ঘ সাতাশ বছর ধরে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও কাঙ্খিত উন্নয়ন করতে পারেননি। তিনি যতদিন হলো চেযারম্যান হিসেবে আছেন ততদিনে এই ইউনিয়নের কোন রাস্তা কাঁচা থাকার কথা নয়। শুধু তাইনয় অনেক কাজ অসমাপ্ত রয়েছে। তিনি দায়িত্ব গ্রহন করে প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য ও শুধিজনের সাথে আলোচনা কওে সমস্যা চিন্থিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধান করবেন বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে অংশগ্রহনের লক্ষে বাংলাদেশ জাতায়াত ইসলাম কর্তৃক মনোনীত হয়েছেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নির্বাচন করার লক্ষে তিনি পদত্যাগ করায় প্যানেল চেয়ারম্যান পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অত্র ইউপি প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান।