নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত অনেক আগে থেকেই। ক্রীড়াতেও পিছিয়ে ছিলোনা রাজশাহী। রাজশাহী থেকে ভালমানের খেলোয়ার তৈরী হতো। তারা জাতীয় পর্যায়ে খেলতো। ফুটবল, হকি ও ক্রীকেটে রাজশাহীতে আন্তর্জাতিক মানের খেলোয়ার ছিলো। কিন্তু সময়ে ব্যাবধানে এর ভাটা পড়েছে। পতিত সরকারের আমলে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলা হয়েছে।
আগামী এ অবস্থা থেকে আবার উত্তোরণ করা হবে। ক্রীড়াতে বিশেষ নজর দেয় বলে শুক্রবার সন্ধ্যার দিকে ৪নং ওয়ার্ড ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।
তিনি আরো বলেন চলতি মাসের শেষ দিকে শহীদ জিয়াউর রহমানের ‘প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দেশের জন্য গত ২০২৪ এ যারা আহত ও নিহত হয়েছেন তাদের ও তাদের পরিবারকে সহযোগিতার আওয়তায় আনা হবে। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
রাজশাহী মহানগীর বলুনপুর ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোহা. রকিব উদ্দীন টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা ও রাজপাড়া থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব রুবেল। সহযোগিতায় ছিলেন মইনুল ইসলাম মানিক, প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা মিল্টন মিলন হোসেন।
উল্লেখ্য অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মনিরুল স্মৃতি সংঘ ২-৩ গোলে নবীন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।