নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগর আয়োজনে ঐতিহাসিক ৭নভেম্বর জার্তীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাসাস এর সভাপতি এডভোকেট রজব আলী। সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
বিশেষ অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক আলামিন মিলন, সামিউল ইসলাম ও রাকিবুল হাসান রাজিব, সদস্য জীবন এবং ববি, মতিহার থানা জাসাস এর সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সবুজ আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল জামিল রনি, সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন। এছাড়াও মহানগর ও বিভিন্ন থানার জাসাস এর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।