নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীসহ আরএমপির এলাকাজুড়ে চলছে এক সপ্তাহের লকডাউন। তবে যৌক্তিক কারণে ও জরুরী প্রয়োজনে অনেকেই বের হতে বাধ্য হচ্ছেন। এই সুযোগকে কাজে লাগাচ্ছেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতারা গণসচেতনতাসহ মাস্ক বিতরণ করে চলেছেন।
আজ সোমবার বিকালে নগরীর নওদাপাড়া বাজার সংলগ্ন এলাকায় নেতৃবৃন্দ মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আবদুস সোহেল, ত্রাণও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, রাসিক ১৭নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, শাহ মখদুম থানা ছাত্রলীগ নেতা আফরীদি কিরন, নাফিউল প্রমুখ।