নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রখ্যাত আলেম হযরত মওলানা মোহাম্মদ ছলিমুদ্দিন কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না—- রাজিউন)। তিনি আল জামিয়া আল ইসলামিয়া কাসেমী মাদ্রাসার মোহতামিম (বর্তমান বড় হুজুর) ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। ১৪ জুন সোমবার বিকেল পৌনে ৬টার দিকে রাজশাহী নগরীর সুলতানাবাদ এলাকার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন তিনি।
তিনি ২ ছেলে ২ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে সোমবার রাত ১১টায় নগরীর নিউ মার্কেটের পাশের রাস্তায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে গোরহাঙ্গা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দ্বীন ও ইসলাম প্রচারে তাঁর ব্যাপক অবদান ছিল। তাঁর মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।