নিজস্ব প্রতিবেকদক: রাজশাহী মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী জেলা জজ কোর্টের সাবেক পিপি এ্যাডভোকেট কামরুল মনির দির্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎাসধীন অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)।
তাঁর মৃত্যতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোক জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। শোকবার্তায় জেলা বিএনপি’র পক্ষ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, এ্যাডভোকেট কামরুল মনির ছিলেন বিএনপি’র অকুভয় বীরসেনা। তিনি শত বাধা ও বিপদে বিএনপি ছাড়েননি। সকল বাধা ও লোভ লালসা পায়ে ঠেলে তিনি দলের হয়ে কাজ করে গেছেন। রাজশাহীর বিএনপিকে ছায়া দিয়ে তিনি বাঁচিয়ে রেখেছেন।
তাঁরা আরো বলেন, কামরুল মনির কোনদিন কারো সাথে খারাপ আচরণ এবং কাউকে কষ্ট দেননি। তাঁর নিকট সবাই সমান ছিলো। বলিষ্ট এই বিএনপি নেতার মৃতুতে শুধু রাজশাহীর বিএনপি’র ক্ষতি নয় পুরো বিএনপি’র অপুরনীয় ক্ষতি সাধিত হলো। বীরমুক্তিযোদ্ধা মরহুম এ্যাডভোকেট কামরুল মনিরের আত্মার মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবরের প্রতি তারা গভীর সমবেদনা জানান।