নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক কামরুজ্জামান আজ রোববার বেলা ১১টায় প্রেমতলী গোরস্থান মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক সদর উদ্দিন, সাবেক সভাপতি আব্দুস সালাম সাওয়াল, মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এহসানুল কবির ,মাটিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান শহিদুল করিম শিবলী, যুবদলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো ও ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুতসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও সহকর্মীবৃন্দ।
উল্লেখ্য শনিবার বিকেল ৪টার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।