নিজস্ব প্রতিবেদক: রাজশাহীসহ সারা দেশে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে। করোনা থেকে রক্ষা করতে পুলিশ বিভাগের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। সারা দেশের ন্যায় রাজশাহীতেও এর ব্যতিক্রম নয়। এখানেও চব্বিশ ঘন্টা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়া তারা নানা ধরনের সমচেতনতামূলক কার্যক্রম পরিচালিত করছেন। সেইসাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ নানাবিধ পন্য এবং খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
আজ রোববার সকালে আরএমপি রাজপাড়া থানার আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণকে বিশেষ উদ্বুদ্ধকরণ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। তিনি লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন স্থানে জনগনের মধ্যে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
এসময়ে তিনি বলেন, সরকার করোনার লাগাম টানতে নানাবিধ কর্মসূচী পালন করার নির্দেশ দিয়েছেন। সেইসাথে সারা দেশের ন্যায় এলাকা ভিত্তিক কঠোর লকডাউন করার নির্দেশ দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে করোনা সংক্রমণ কমিয়ে আনতে কঠোর লকডাউন চলছে। সেইসাথে র্যাপিড টেস্টও পুরোদমে চলছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি জনগণকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। সেইসাথে সকলের জীবন বাঁচাতে নিজে এবং অন্যকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করার জন্য জনগণকে পরামর্শ দেন। সেইসাখে সবাইকে মাস্ক পরে প্রয়োজনে বাড়ির বাহির আসার জন্য বলেন তিনি। মাস্ক বিতরনের পূর্বে তিনি র্যাপিড টেস্ট পরিদর্শন করেন।
মাস্ক বিতরনের সময় উপস্থিত ছিলেন আরএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মিডিয়া উইং গোলাম রুহুল কুদ্দুস, পুলিশের এডিসি তৌহিদুল আরিফ ও রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, টিআই কোরাইশি, এসআই মাহবুব, পুলিশের অনান্য কর্মকর্তাবৃন্দ ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।