নিজস্ব প্রতিবেদক: ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু’র সহধর্মিনী ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এর মাতা তৌফা আরা বেগম ইন্তেকালে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমী গভীর শোক ও সমবেদন জানিয়েছেন।
ৎরাজশাহী আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক জেডু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।