নিজস্ব প্রতিবেদক: করোনায় সব ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস সমুহ এবং উন্নয়নমূলক কাজ বন্ধ থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও কর্মহীন হয়ে পড়েছে। আবার অনেকেই বাসাবাড়িতে কাজ করতেন। কিন্তু এর মধ্যে অনেকের কাজ চলে গেছে। ফলে তারাও বেকার ও অমানবিক জীবনযাপন করছেন। এই সকল নারীদের কথা চিন্তা করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল তাঁর তহবিল হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে একশ জনের মধ্যে ২০০০টাকা করে মোট ২,০০০০০.০০টাকা প্রদান করেন।
এ সময়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশব্যাপি কঠোর লকডাউন ঘোষনা করেছে সরকার। এই লকডাউনে পুলিশ ও র্যাবের পাশাপাশি আর্মি এবং বিজিবি মাঠে থাকবে। বন্ধ থাকবে জরুরী সেবা ছাড়া সকল প্রকার অফিস, আদালত, কলকারখানা, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। এ সময়ে কাউকে বাড়ির বাহিরা না আসার পরামর্শ দেন তিনি। সেইসাথে অবশ্যই মাস্ক পরে থাকার জন্য উপস্থিত নারীদের আহবান জানান জেলা প্রশাসক।
এসময়ে উপস্থিত ছিলেন ডিডিএলজি আকতার জাহান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা ম্যাজিষ্ট্রেট আবু আসলাম, সহকারী কমিশনার রিফাত আরা ও জেসমিন আকতারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।