বিনোদন ডেস্ক : ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা মা হয়েছেন। বৃহস্পতিবার (১ জুলাই) কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
নাবিলার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পারিবারিক সুত্র। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানায় তারা।
এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন নাবিলা। শিগগিরই নবজাতকসহ বাড়ি ফিরবেন।
উপস্থাপনা, মডেলিং ও নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয় পান নাবিলা। তবে ‘আয়নাবাজি’ছবিটি তার ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করে।
নাবিলা বিয়ে করেন পূর্বপরিচিত একজনকে। ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে বিয়ে করেন তারা।