নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে বিরোধের জেরে বুধবার দুপুরে রাজশাহীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হন। দাসপুকুর এলাকার মৃত সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) এর মধ্যে একজন । শফিকুল রাজশাহী মহনাগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শফিকুলের লাশেল ময়নাতদন্ত শুরু হয়ে দুপুর ২.৩০টার দিকে মেষ হয়। ময়নাতদন্ত শেষ হষে তার লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুলের মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মোতালেব হোসেন।
এদিকে শফিকুলের পারিবারিক সূত্রে জানা যায় বাদ আসর মহিষবাথান ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে মহিষবাথান কবরস্থানে দাফন করা হবে।
মামলা সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই মোতালেব হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে নিহত শফিকুলের স্ত্রী রাজপাড়া থানায় এসে বাদি হয়ে ৩০জনের নাম এজাহার ভূক্ত ও আরো ২২-২৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।