নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘ইমো’ হ্যাকিং চক্র ও বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ায় ৬ জনকে আটক করেছে র্যাব। শনিবার (১০ জুলাই) র্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) এর একটি দল রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা থানাধীন নন্দীগ্রাম এলাকার সামসুল সরকারের ছেলে সেলিম রেজা (২৪), তুলশিপুর গ্রামের আনিসুল মোল্লার ছেলে সাদিকুর রহমান (২৪), মিলিক বাঘা এলাকার ইতিম বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২১), আবুল হোসেনের ছেলে আবু জাফর (১৯), দক্ষিণ বাঘা এলাকার মৃত আবুল কালামের ছেলে রবিন ইসলাম (২২) ও আলাইপুর গ্রামের মৃত তাজের ছেলে ইসরাফিল হোসেন (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা চারঘাট থানার খেড়ুর মোড় এবং বাঘা থানার আলাইপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ১৩ টি মোবাইল, ১৮ টি সিমকার্ড, ১টি মেমোরীকার্ড ১টি মোটর সাইকেল ও নগদ ৩০ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত এই চক্রটি দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অভিনব কায়দায় প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করত। এরপর ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এ ঘটনায় চারঘাট মডেল থানায় মামলা একটি মামলা করা হয়েছে।
মামলার বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ইমো হ্যাকার চক্রের ৬ জনকে আটক করে র্যাব একটি মামলা করেছে। গ্রেপ্তার এই ছয় ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।