শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:২০ অপরাহ্ন

রাজশাহীতে আরএমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ২০০ আদিবাসী, অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। মহামারী করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী মহানগরীতে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে ১২৫ জন আদিবাসী ও ৭৫ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল, আটা, ডাল, লবণ, তেল ও আলু বিতরণ করা হয়।

পুলিশ কমিশনার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বলেন, আমরা রাজশাহী মহানগর পুলিশ আপনাদের পাশে সব সময় আছি এবং সর্বক্ষণ পাশে থেকে আপনাদের বিপদে-আপদে সহযোগিতা করতে চাই। তিনি আরো বলেন, কারো ইমারজেন্সি অক্সিজেনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা নিজেরাই আপনাদের বাড়িতে পৌঁছে দেব। এ ছাড়াও আপনাদের যেকোন সমস্যা আমাদেরকে জানাবেন আমরা আইন সঙ্গতভাবে এবং আমাদের সাধ্যমত সমাধান করার চেষ্টা করব ।

আমরা এই মানবিক সাহায্য-সহযোগিতার কাজটি অব্যাহত রেখেছি এবং আরো সহযোগিতা করতে চাই। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাংগা) মনিরুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (কাশিয়াডাংগা) মীর মুহসীন মাসুদ রানা, কাশিয়াডাঙ্গা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আক্তার নাহান ও কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin