নিজস্ব প্রতিবেদক: করোনায় কর্মহীন অসহায় দু:স্থ মানুষের মধ্যে আজ রোববার সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা দিগন্ত কর্মসংস্থা খাদ্য সামগ্রী বিতরণ করে। গোদাগাড়ীর বাসুদেবপুরে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংস্থার নির্বাহী পরিচালক নুরুন্নবী, এরিয়া ম্যানেজার আসাদ, জহুরুল, সেলিম, মঈন, আতিক ও কামরুজ্জামানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তারা মোট ৮০ জনের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, সেমাই, চিনি, তেল ১ লিটার ও পেঁয়াজ ১ কেজি করে প্যাকেট করে বিতরণ করেন।