বিনোদন ডেস্ক : অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির কাছে ক্ষমা চেয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। কিন্তু কি অপরাধ করেছেন তিনি? আর কেনই বা ক্ষমা চাইতে বাধ্য হলেন?
জানা যায়, সালমানের ভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’এ হাজির হয়েছিলেন তিনি। এই সময় আরবাজ সালমান খানের কাছে জানতে চান ক্যাটরিনা কাইফ, সংগীতা বিজলানি ও আথিয়া শেঠির মধ্যে কাকে অনুসরণ করতে চান না তিনি। এই অভিনেতা উত্তরে সুনীল কন্যার নাম নেন। আর এজন্যই আথিয়ার কাছে ক্ষমা চান ভাইজান।
এ প্রসঙ্গে আথিয়া কিছু না বললেও তার বাবা সুনীল শেঠি বলেন, ‘সালমান আমাদের পারিবারিক বন্ধু। তিনি যা করেন মন থেকে। তিনি যখন পর্দাতেই আথিয়ার কাছে ক্ষমা চেয়েছে, সেটি খুবই চমৎকার ছিল। তাদের দু’জনের মধ্যে খুবই মধুর সম্পর্ক। আমার সঙ্গেও তার অনেক সুসম্পর্ক। আর তিনি যখন দুঃখ প্রকাশ করেছেন তা সত্যিই অসাধারণ।’