নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পাঠানপাড়া জামে মসজিদে বর্তমান ইমামকে রাখা এবং না রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে ডলার নামে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ডলারের অবস্থা খারাপ বলে তার স্বজনরা জানান। তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেনসহ বেশীর ভাগ মুসল্লিরা বর্তমান ইমামকে মসজিদে রাখতে চান। কিন্তু অত্র মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবীর ও তার নামধারী কিছু তাবলিগের লোক মিলে ইমামকে রাখতে চান না। এ নিয়ে জুমার নামাজের পর মসজিদের ভেতরেই প্রথমে কথাকাটাকাটি শুরু হয়।
এর এক পর্যায়ে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। মসজিদের সামনের রাস্তায় চলা এ সংঘর্ষে কয়েকজন আহত হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও টহলে থাকা সেনা সদস্যরা ঘটনাস্থলে যান।
এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবীরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে এলাকার একাধিক মুসল্লির সাথে কথা বললে তারা বলেন, এই ইমাম ভাল ও ইসলাম সম্পর্কে অত্যন্ত জানলে ওয়ালা ব্যক্তি। কিন্তু সেক্রেটারী কেন তাঁকে বাদ দিতে চান এটা কেউ জানেন না। তবে ঘটনা শুরুর পূর্বেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন বলে জানান তারা।
এবিষয়ে আরএমপি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বলেন, ইমামকে দায়িত্বে রাখা কিংবা না রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে উত্তেজনা চলছিল। পরে পুলিশ ও নগরীতে টহলরত সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।