নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারন করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের প্রান কেড়ে নিচ্ছে। বাংলাদেশও এর বাহিরে নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত এবং শত শত লোক মারা যাচ্ছে। এই অবস্থা থেকে জনগণকে বাঁচাতে সরকার বিন্যামুল্যে টিকা প্রদান অব্যাহত রেখেছে। সরকারের এই কর্মসূচী সফলভাবে পালন করতে রাসিক ১৮নং ওয়ার্ডেও দ্বিতীয় বারের মত করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে বলে অত্র ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন।
কাউন্সিলর আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় এই টিকা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, মানুষ না বাঁচলে এবং দেশ জনশূন্য হলে সরকার থেকে কোন লাভ নেই। তাই সরকার জনগণকে বাঁচাতে বিনামূল্যে টিকা প্রদান করছে। এই টিকা নিয়ে নিন্দুকেরা নানা কথা বলছে। কারো কথায় কান না দিয়ে টিকা গ্রহন করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, আজকে ৩০০০জনকে টিকা প্রদান করা হবে। আগামী সোমবার আবারও টিকা দেয়া হবে। এই টিকা নেয়ার জন্য সরকারী নির্দেশনা অনুযায়ী সকলকে নিবন্ধন করার পরামর্শ দেন এবং বলেন, আগামীতে পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় নিয়ে আশা হবে।