নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচী পালন করে। আজ রোববার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর পরে রাজশাহী রেঞ্জ ডিআইজি, আরএমপি পুলিশ কমিশনার, ডিআইজি, এসপি, রাজশাহী বিআরটিএ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠার কালচারাল একাডেমি, নেসকো, সমাজসেবা কারাগার, ফারার সার্ভিস, আনসার ভিডিপি, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ রাজশাহীর বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।
এরপরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজশাহী জেলা প্রশাস আব্দুল জলিল- এর সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজ আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এবং ডা. আব্দুল মান্নান। সুচনা বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাম্মদ শরিফুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার কার্যালয়, ডিআইজি অফিস, জেলা প্রশাসন, আরএমপি পুলিশ কমিশনার কার্যালয়, পুলিশ সুপার অফিসসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে জাতির পিতা এবং তাঁর পরিবারের জন্য সবাই বিশেষ দোয়া মোনাজাত করেন। এরপর, রাজশাহী কালেক্টরেট মাঠে বিভাগীয় কমিশনার বকুল বৃক্ষ এবং জেলা প্রশাসক হৈমন্তী বৃক্ষ রোপণ করেন। শেষে জেলা প্রশাসক, রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন এবং কারাগারে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।