রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে মানবসেবা অভিযানের জাতীয় শোক দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।
বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন করছে।
দিবসটি উপলক্ষ্যে ১ আগস্ট থেকে ‘মানব সেবা অভিযান‘ সংস্থার কার্যালয়ে ড্রপডাউন ব্যানার ব্যবহার করছে। এছাড়াও সংস্থার পক্ষ থেকে ১০০ জন অসহায় মানুষকে ১,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা আর্থিক সহায়তা এবং বিভিন্ন শাখায় ৫০,০০০/-হাজার টাকার আম রুপালি ও মেহগনি গাছ বিতরণ করা হয়েছে। আর্থিক সহায়তা এবং গাছ বিতরনের সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল ও পরিচালক আসাদ্দুজ্জামানসহ সংস্থার কর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin