নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অলহাজ্ব মরহুম মোস্তফা আলীর ৫ম মৃত্যু বাষিকী উপলক্ষে আজ শুক্রবার নানা কর্মসূছী পালন করা হয়। প্রবীন এই রাজনীতিবিদ একজন সমাজসেবীও ছিলেন। তিনি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব ড. মোয়াজ্জেম হেসেন এর পিতা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ এর চাচা।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে চারঘাটের শলুয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হেসেন, শলুয়া ডিগ্রী কলেজের সভাপতি অনোয়ার হোসেন মিনার, অধ্যক্ষ রুহুল আমীন, চারঘাট সমিতি ও রাজশাহী রোটারী ক্লাব রাজশাহীর সভাপতি সাইদুর রহমান, ব্যাংক এশিয়া, রাজশাহীর ম্যানেজার একরাম হোসেন, উপাধ্যক্ষ ওয়াহেদ আলী, কালীগঞ্জ হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বোর্ড সচিবের সহধর্মিণী নীলুফার নজিব ও চারঘাট থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল করিমসহ কলেজের শিক্ষক ও এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।
উল্লেখ্য এই নেতা জীবদ্দশায় বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। সরদহ মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় (১৯৭২ খ্রি.) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চারঘাট উপজেলার ‘চকমোক্তারপুর সবুজ সংঘ’ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মোক্তারপুর হাই স্কুলের দুই মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্কুলের উন্নয়নে অবদান রাখেন। তিনি রাজশাহী জেলখানার একজন বেসরকারী পরিদর্শক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন ক্যডেট কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে এলাকার প্রায় অর্ধশত মানুষের চাকরির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। প্রবীন এই রাজনীতিবিদ ও সমাজসেবক ২০১৬ সালের ২৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন(ইান্না——-রাজিউন)।
তার সন্তান রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হেসেন, মরহুমের আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। সেইসাথে দেশকে পরিবেশ বিপর্যয়ের কবল থেকে রক্ষা করতে প্রতিটি মানুষকে একটি করে গাছ রোপন করার পরামর্শ দেন তিনি।